অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টিসিবির সাশ্রয়ী মূল্যে ট্রাকে পণ্য বিক্রি ফের শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:০২ এএম, ২৬ জুলাই ২০২১ সোমবার  

ঈদুল আজহায় বন্ধ রাখার পর আজ সোমবার (২৬ জুলাই) থেকে আবার শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র   খোলা ট্রাকে পণ্য বিক্রি। ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেবে সরকারি সংস্থাটি । 

সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, এই পণ্য বিক্রি কার্যক্রমে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হবে। গতবারের মতো এবারও সারা দেশে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে রাজধানীতে ৮০টি ও চট্টগ্রাম নগরাঞ্চলে ২০টি ট্রাক থাকবে।

টিসিবির এবারের ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে। তবে সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকবে। 

টিসিবির ট্রাকে পণ্যের কোনটির দাম কত-
চিনি প্রতি কেজি- ৫৫ টাকা
মসুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা
সয়াবিন তেল  প্রতি লিটার ১০০ টাকা

ক্রেতাপ্রতি সর্বোচ্চ চার কেজি চিনি ও দুই কেজি ডাল কেনার সুযোগ থাকবে। সয়াবিন তেল নিতে পারবেন ক্রেতা প্রতি দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার পর্যন্ত। 

এর আগে গত ৫ জুলাই শুরু হয়ে  ১৮ জুলাই পর্যন্ত চলেছিল টিসিবির ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম।