অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্রিটেনে ৫১ দেশ মিলিত হয়েছে জলবায়ু আলোচনায়

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৫ জুলাই ২০২১ রোববার   আপডেট: ০৩:০৯ পিএম, ২৫ জুলাই ২০২১ রোববার

বিশ্বের ৫১টি দেশের জলবায়ু ও পরিবেশ বিষয়ক মন্ত্রীরা অংশ নিচ্ছেন ব্রিটেন আয়োজিত জলবায়ু আলোচনায়।

নভেম্বরে গ্লাসগোয় যে সিওপি২৬ জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন হবে তার আগে রবিবার (২৫ জুলাই) গুরুত্বপুর্ণ এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

সিওপি২৬ এর সভাপতি ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মার নেতৃত্বে দুই দিনের বৈঠকটি রুদ্ধ দ্বার কক্ষে ভার্চুয়ালি এবং মুখোমুখি উভয়ভাবেই অনুষ্ঠিত হবে। গত ১৮ মাসেরও বেশি সময় পর এ ধরনের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ব্রিটিশ সরকারের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ সম্মেলনে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান প্রয়োজন সেসব নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।

যে ৫১ দেশের মন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনও রয়েছে।

শর্মা বলেন, আমাদের এই গ্রহকে নিয়ে আমরা বিপদজনক সময়ের মুখোমুখি। একে রক্ষার একমাত্র উপায় হলো সকলের একপথে চলা।

এদিকে জলবায়ু বিষয়ক মার্কিন দূত জন কেরি বলেছেন, চলতি সপ্তাহে শীর্ষ সম্মেলন বিশ্বব্যাপী একত্রিত হওয়ার এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা কারার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের পদক্ষেপ নিতে হবে। এবং নিতে হবে এখনই। কারণ সময় ফুরিয়ে যাচ্ছে।