অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিউলের রফতানি পণ্য মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৫ জুলাই ২০২১ রোববার  

সিউলের কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে আয়োজিত ১৮ তম রফতানি বাণিজ্য মেলায় অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশি দূতাবাস। বিভিন্ন দেশের নতুন রফতানি পণ্য প্রদর্শনের জন্য এই মেলা আয়োজন করে কোরিয়া ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।

এই বছর ৪০ টি দেশের দূতাবাস ও ২২ টি কোম্পানি এই পণ্য মেলায় অংশ নিয়েছে। তিন দিনব্যাপী চলা মেলাটি ২২ জুলাই শুরু হয়ে শেষ হয়েছে ২৪ জুলাই। 

কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের পরিচালক, কোইমা গ্রুপের চেয়ারম্যান ইয়ং-তায়ে-চই এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তাকে বাংলাদেশের স্টলের পণ্য দেখাতে নিয়ে আসেন সিউলে নিয়োজিত রাষ্ট্রদূত আবিদা ইসলাম। 

মেলায় বাংলাদেশের রফতানি উন্নয়ন ব্যুরো কর্তৃক অনুমোদিত পণ্য প্রদর্শিত হয়। সেখানে তৈরি পোশাক, পাটদ্রব্য, চামড়ার তৈরি পণ্য, সিরামিক ও বিভিন্ন ধরনের হস্তশিল্প ছিল।

দক্ষিণ কোরিয়ান ব্যবসায়ীরা বাংলাদেশের চামড়াজাত পণ্য ও সিরামিট আইটেম নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া মিশ্র বাদাম, মধু, চা ও ঘি এর মতো অর্গানিক পণ্যও তাদের আকর্ষিত করে। 

করোনা পরিস্থিতির কারণে এবারের মেলায় খুব বেশি মানুষ উপস্থিত হয়নি। তিনদিনে সর্বমোট ১০০ জনের মতো মানুষ বাংলাদেশের স্টলে উপস্থিত ছিল।