অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঠাকুরগাঁওয়ে একদিনে তিন অজ্ঞাত মরদেহ উদ্ধার

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও

প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৫ জুলাই ২০২১ রোববার   আপডেট: ০৯:৪৭ এএম, ২৫ জুলাই ২০২১ রোববার

হরিপুরে উদ্ধার করা যুবকের লাশ

হরিপুরে উদ্ধার করা যুবকের লাশ

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী, এক যুবক ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) বিকেলে পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদী থেকে এক বৃদ্ধের মরদেহ এবং একই রাতে সদর উপজেলার ভাউলারহাট মোড়ে রক্তাক্ত অবস্থায় এক নারী, হরিপুর উপজেলার ডাবরী ঘাটে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানা, হরিপুর থানা ও পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জত্রয় প্রত্যেকেই মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায় জানান, ‘গতকাল বিকেলে উপজেলার টাঙ্গন নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট মোড়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।’

অন্যদিকে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আওরঙ্গজেব বলেন, ‘উপজেলার নাগর নদীর ডাবরী ঘাটে স্থানীয় জেলেরা এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পাশের বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।’

প্রত্যেকেই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের ন্য ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানান। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তীতে আইনানুগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।