অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার অব্যাহত থাকবে: এডিবি

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৪ জুলাই ২০২১ শনিবার  

রফতানি ও রেমিট্যান্সের উপর নির্ভর করে আগের্ বছরের মতো করোনার দ্বিতীয় ঢেউ-তেও বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার অব্যাহত থাকবে বলে জানিয়েছে এশিয়ান ডেভলেপমেন্ট ব্যাংক (এডিবি)। 

ব্যাংকির এশিয়ান ডেভলেপমেন্ট আউটলুক সাপ্লিমেন্টের জুলাই সংখ্যায় এই তথ্য জানানো হয়। শুক্রবার (২৪ জুলাই) ম্যানিলা থেকে এই সাপ্লিমেন্ট প্রকাশ করা হয়। 

এতে বলা হয়েছে, দ্বিতীয় ঢেউয়ের কারণে এশিয়ার অর্থনৈতিক জিডিপি প্রবৃদ্ধি ৮.৯-এ নেমে আসতে পারে যা এপ্রিল মাসেও ছিল ৯.৫ শতাংশ। এমন অবস্থার পেছনে মূল কারণ হলো ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা লাগা। 

সাপ্লিমেন্টের জুলাই সংখ্যায় ভারত ছাড়া বাকি দেশগুলোর প্রবৃদ্ধির মাত্রা এপ্রিল মাসের কাছাকাছিই আছে। 

এপ্রিল মাসে বাংলাদেশের প্রবৃদ্ধির মাত্রা ৬.৮ দেখানো হলেও তা মূলত ৫.৫ বা ৫.৬ হবে বলে জানিয়েছেন এডিবির বাংলাদেশের পরিচালক মনমোহন প্রকাশ। 

জুন মাসে এডিপি জানায়, ২০২১ সালে বাংলাদেশের মোট প্রবৃদ্ধি ৬.১ হতে পারে। 

শুক্রবার এডিবি জানিয়েছে, গত অর্থবছরের প্রথম ১১ মাসে রফতানি ১৩.৬  শতাংশ বেড়েছে এবং রেমিট্যান্স বেড়েছে  ৩৯.৫ শতাংশ। অন্যদিকে, প্রথম ১০ মাসে রাজস্ব ১২.৯ শতাংশ বেড়েছে।