অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১২ বছর বয়সে অলিম্পিক খেলে ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৪ জুলাই ২০২১ শনিবার   আপডেট: ১২:৫৯ পিএম, ২৪ জুলাই ২০২১ শনিবার

মাত্র ১২ বছর বয়সে অলিম্পিকের মতো আসরে খেলতে নেমে দুটি ইতিহাস গড়েছে সিরিয়ান টেবিল টেনিস খেলোয়াড় হেনড আবদুর রউফ জাজা। যাকে সংক্ষেপে ডাকা হয় হেনড জাজা।

অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে কম বয়সী টেবিল টেনিস খেলোয়াড় এখন জাজা। এছাড়া চলমান অলিম্পিকে সবয়েছে কম বয়সী ক্রীড়াবিদও এই সিরিয়ান কন্যাই। 

জাজা অবশ্য অলিম্পিক ইতিহাসের সবচেয়ে কম বয়সী ক্রীড়াবিদ হেতে পারেননি। ১৮৯৬ সালে এখেন্স অলিম্পিকে ১০ বছর বয়সে অংশ নিয়ে সে রেকর্ড দখল করে আছেন গ্রিক জিমন্যাস্ট ডিমিটরিয়াস লন্ড্রাস।  

টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ জাজার জন্ম ২০০৯ সালের ১ জানুয়ারি। বর্তমানে তার বয়স ১২ বছর ২০৫ দিন।

আইটিএফ অনূর্ধ্ব-১৩ মেয়েদের ক্যাটাগরিতে জারার র‍্যাংকিং ৪৬। গত বছর ফেব্রুয়ারিতে জর্ডানে অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়া অলিম্পিক কোয়ালিফিকেশনে অংশ নিয়ে জারা টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে।