অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লকডাউনে বিয়ের আয়োজন করে জরিমানা দিলো কনেপক্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী

প্রকাশিত: ১১:২৪ এএম, ২৪ জুলাই ২০২১ শনিবার  

সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের প্রথম দিনে পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে কনের বাড়িতে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ছয় মাস আগে উপজেলার লেবুবুনিয়া গ্রামের শাজাহান খানের মেয়ের সঙ্গে একই উপজেলার বাজিতা গ্রামের নাসির উদ্দিন বাচ্চুর ছেলের বিয়ে হয়। শুক্রবা) দুপুরে বরপক্ষ কনের বাড়ি লেবুবুনিয়া গ্রামে আসে।

খবর পেয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান উজ্জামান ঘটনাস্থলে গিয়ে বিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। সরকারী বিধিনিষেধ অমান্য করে অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. তানিয়া ফেরদৌস বলেন, ‘ সকাল ছয়টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। বিধিনিষেধ অমান্য করে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে।’