অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পেগাসাসের মাধ্যমে আমার সব ফোনে আড়িপাতা হয়েছে: রাহুল গান্ধী

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার   আপডেট: ০৫:২৫ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, পেগাসাসের মাধ্যমে তার সব ফোনে আড়িপাতা হয়েছে

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, পেগাসাসের মাধ্যমে তার সব ফোনে আড়িপাতা হয়েছে

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, পেগাসাসের মাধ্যমে তার সব ফোনে আড়িপাতা হয়েছে। এই অভিযোগ বিজেপি সরকারকে লক্ষ্য করে তুললেন তিনি। রাহুল আরও বলেছেন, তার কথোপকথনগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তার নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে শুক্রবার (২৩ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, 'পরিষ্কারভাবে বলা যায় যে, আমার ফোনে আড়িপাতা হয়েছে। শুধু এটি নয়, আমার সব ফোনে আড়িপাতা হয়েছে।'

রাহুল জানান তাকে গোয়েন্দা ব্যুরো (আইবি) থেকে আড়িপাতার বিষয়টি জানানো হয়েছে। এমনকি তার বন্ধুকেও কল করে জানানো হয়েছে যে, তার (বন্ধুর) ফোনেও আড়িপাতা হয়েছে, জানান তিনি।

কংগ্রেসের এই নেতা বলেন, 'আমি ভয় পাই না। এ দেশে আপনি যদি দুর্নীতিবাজ ও চোর হন তবে আপনি ভয় পাবেন। আপনি যদি তাদের মধ্যে না থাকেন, তবে আপনার ভয় পাওয়ার কিছু নেই।'

সরকারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে, ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান ও গণতন্ত্রের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 'এই অস্ত্র' (পেগাসাস) ব্যবহার করছেন বলে অভিযোগ করেন রাহুল গান্ধী।

ইসরায়েলের স্পাইওয়্যার পেগাসাসের ফাঁস হওয়া সম্ভাব্য তালিকায় ভারতের ৩০০ জনের মধ্যে রাহুল গান্ধী ছাড়াও বিধানসভার দুই মন্ত্রী, ব্যবসায়ী অনিল আম্বানি, সিবিআইয়ের সাবেক প্রধান, একজন ভাইরোলজিস্ট এবং ৪০ জন সাংবাদিক আছেন বলে জানা গেছে।

তবে, সবার ফোনেই আড়িপাতা হয়েছে, এখনো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই স্পাইওয়্যার কেবল সরকারের কাছেই বিক্রি করা হয়েছে বলে দাবি করা হয়।