অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শততম টি-টোয়েন্টি জিততে ৬০ বলে দরকার ৭৭

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭:১১ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৭:১৪ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ক্রিকেটে তিন সংস্করণেই শতক পূর্ণ করছে বাংলাদেশ। ওয়ানডে ও টেস্টের শততম ম্যাচে ধরা দিয়েছে জয়ও। এবার হাতছানি দিচ্ছে টি-টোয়েন্টির শততম ম্যাচও জেতার। তার জন্য ৬০ বলে প্রয়োজন ৭৭ রান।

১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই রয়েসেয়ে খেলেন সৌম্য সরকার ও নাঈম শেখ। তিন ওভারে আসে মাত্র ১০ রান। আস্কিং রেট বাড়ছে দেখেই ব্যাট চালান দুজন। 

চতুর্থ ওভারে তিন বাউন্ডারিতে আসে ১৩ রান। তারপর থেকে নিয়মিত রান এসেছে  ওভারপ্রতি। পাওয়ার প্লে শেষ টাইগারদের স্কোর ছিল ৪৩। 

সেখান থেকে পরের চার ওভারে আসে আরও ৩২ রান। ১০ ওভার শেষে  কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের স্কোর এখন ৭৬-০। ৩৬ রানে অপরাজিত আছেন সৌম্য সরকার। নাঈম শেখের সংগ্রহ ৩৭।   

প্রথম টি-টোয়েন্টির যত প্রতিবেদন

বোলারদের দুর্দান্ত কামব্যাকে জিম্বাবুয়ে থামলো ১৫২ রানে

মাধেভেরে-চাকাভা ঝড় থামালেন সাকিব

বাংলাদেশের শততম টি-টোয়েন্টি: টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে