অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বর্জ্য অপসারণে শতভাগ সফলতার দাবি দুই সিটি করপোরেশনের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার  

পশু কোরবানির প্রথম দিনের বর্জ্য অপসারণে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকার দুই সিটি করপোরেশন

পশু কোরবানির প্রথম দিনের বর্জ্য অপসারণে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকার দুই সিটি করপোরেশন

ঈদুল আজহার পশু কোরবানির প্রথম দিনের বর্জ্য অপসারণে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। তবে বৃহস্পতিবার (২২ জুলাই) বিভিন্ন এলাকায় অলি-গলিতে কোথাও কোথাও বর্জ্য দেখা গেছে। পাশাপাশি দ্বিতীয় দিনের বর্জ্যও জমেছে রাস্তায় কোথাও কোথাও।

সিটি করপোরশন বলছে, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই সব বর্জ্য অপসারণ হবে। কোরবানির দ্বিতীয় দিনেও নির্ধারিত স্থান রেখে বাসার সামনে, ফুটপাতে পশু কোরবানি করতে দেখা গেছে অনেককে।

রাজধানীর বিভিন্ন মোড়ে বা যেসব এলাকায় বেশি ময়লা হতে পারে সেসব এলাকায় আলাদা বিন রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশেন। এসব বিন থেকে বর্জ্য ছোট ছোট ভ্যানে করে ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের নির্ধারিত গাড়ি এসে এসব ময়লা ঢাকার বাইরে গিয়ে নির্ধারিত স্থানে ফেলে দিয়ে আসছে।

আবার অনেক জায়গায় যেখানে কোরবানির বর্জ্য ফেলার জন্য বিন বসানো হয়নি, সেসব স্থানে প্রধান সড়কের পাশে বড় জায়গাজুড়ে ময়লা ফেলা হচ্ছে।

তবে এসব জায়গা থেকেও ময়লা সংগ্রহ করে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি গাড়ি এসে ময়লা নিয়ে যেতে দেখা গেছে। আবাসিক এলাকার অনেক সড়কের দুর্গন্ধ ছড়ানো বন্ধ করতে ব্লিচিং পাউডার ছিটাতে দেখা গেছে।

কোরবানির পশুর বর্জ্য অপসারণে এবার ঢাকার দুই সিটি করপোরেশনের সাড়ে ২১ হাজার কর্মী নিয়োজিত রয়েছে। এ কার্যক্রমের তদারক করতে দুই সিটি করপোরেশন একাধিক মনিটরিং টিম গঠন করেছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষও খোলা হয়েছে।

খোলা ট্রাক, পানির গাড়ি, ডাম্প ট্রাক, পে-লোডার, কন্টেইনার ক্যারিয়ার, টায়ার ডোজার, ট্রেইলার, স্কিড লোডারসহ যানবাহন ও যন্ত্রপাতি বর্জ্য অপসারণের কাজে রয়েছে সিটি এলাকায়।