অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঈদের দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল

প্রকাশিত: ০২:০১ পিএম, ২১ জুলাই ২০২১ বুধবার  

ঈদের দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার যানজট দেখা গেছে

ঈদের দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার যানজট দেখা গেছে

বাড়ি ফেরা মানুষ ও অতিরিক্ত যানবাহনের চাপে ঈদের দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার যানজট দেখা গেছে।

অতিরিক্ত যানবাহনের চাপে উত্তরবঙ্গমুখী লেনে বুধবার সকালে যানজট সৃষ্টি হয়। এর আগে কয়েক দিন ধরেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট দেখা যায়।

মহাসড়কের সল্লা, জোগার চর, পৌলি ও এলেঙ্গা এলাকায় ঈদের দিনে গণপরিবহন চললেও অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছেন।

যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি অনেক বেশি।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইয়াসির আরাফাত বলেন, ‘মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে।’

এদিকে জেলা পুলিশ সূত্র জানায়, ঈদে যানজট নিরসনে মহাসড়কে ৬০৩ জন পুলিশ দায়িত্ব পালন করছে। এ ছাড়া ২০০-এর বেশি হাইওয়ে পুলিশও মহাসড়কের দায়িত্বে রয়েছে।