অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাটুরিয়া-আরিচায় ফেরি পারের অপেক্ষায় শতশত গাড়ি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:২০ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার  

ঈদের একদিন আগে মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা ফেরিঘাটে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ

ঈদের একদিন আগে মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা ফেরিঘাটে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ

ঈদের একদিন আগে মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা ফেরিঘাটে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। উভয় ঘাটে যাত্রীবাহী কয়েকশ যানবাহন আটকে আছে।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাটে ফেরি পারের অপেক্ষায় তিন শতাধিক ছোট গাড়ি, দুই শতাধিক দূরপাল্লার বাস ও চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে থাকতে দেখা গেছে। 

পাটুরিয়া ও আরিচা লঞ্চ ঘাটেও রয়েছে যাত্রীদের প্রচণ্ড ভিড়। এই দুই নৌপথে ৩৩টি লঞ্চ চালু আছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলছেন, ‘গতকাল বিকালের পর থেকেই ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে গেছে। এ কারণে যাত্রীবহনকারী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৬টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে চারটি ফেরি সচল আছে। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’

উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট দিয়ে নৌপথে বাড়ি ফিরছেন দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ।