অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুম্বাইতে ভারী বর্ষণে অন্তত ৩০ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৯ জুলাই ২০২১ সোমবার  

ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের পশ্চিমাঞ্চলের ভারী বৃষ্টি দেখা দিয়েছে। বর্ষণে ভূমিধস, ভবন ধস ও বিদ্যুৎ বিপর্যয়ে অন্তত ৩০ জন মারা গেছেন।  

দুই দিন ধরে ভারী বর্ষণে পরিবহন পরিষেবা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে বন্যার খবর পাওয়া গেছে।

ইতোমধ্যে আবহাওয়া অফিস থেকে বিভিন্ন অঞ্চরে রেড এলার্ট জারি করা হয়েছে এবং পরবর্তী ২৪ ঘন্টায় বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। 

প্রতি বছর এই সময় উপকূলীয় শহরে বর্ষার বৃষ্টিপাত স্বাভাবিক থাকে। তবে সাম্প্রতিক বছরগুলিতে তাদের তীব্রতা বেড়েছে।

জলবায়ু পরিবর্তনের নেতিবাচ প্রভাবে প্রায়শই মানুষ মারা যাচ্ছে। রাস্তাঘাট এবং ঘরবাড়ি নষ্ট হচ্ছে। এছাড়া ব্যাপক ট্রাফিকে জনজীবন ব্যহত হচ্ছে।