অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পশুর হাটে অ্যান্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষা শুরু করল ব্র্যাক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৮ জুলাই ২০২১ রোববার  

করোনাভাইরাস পরীক্ষার জন্য রবিবার (১৮ জুলাই) থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অধীনস্থ নয়টি কোরবানির পশুর হাটে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। দ্রুত ফলাফল প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় এবং ডিএনসিসির পরিচালনায় প্রতি হাটে একটি করে সুরক্ষা কর্ণার বসানো হয়েছে, যেখানে ব্র্যাকের কর্মীরা এই সেবা প্রদান করছেন। ব্র্যাক এবং স্বাস্থ্য অধিদপ্তরকে এই কার্যক্রমে সহায়তা করছে যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। 

রাজধানীর ভাটারার সাইদনগর হাটে সকাল ১১ টায় কার্যক্রমটি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এসময় ব্র্যাকের প্রতিনিধি হিসেবে তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির ম্যানেজার, টেকনিকেল ডাঃ মিরানা জামান। তিনি এই কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে মেয়রকে অবহিত করেন। 

আজ থেকে ঈদের আগের দিন (২০ জুলাই, মঙ্গলবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। শুধু ক্রেতা-বিক্রেতাদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ, যেমন- জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে, বা কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন, এমন ব্যক্তিরা নমুনা জমা দিতে পারবেন। এর জন্য সরকার নির্ধারিত ফি দিতে হবে। আগে থেকে রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে না। ফলাফল পজিটিভ হলে তা ৩০ মিনিটের মধ্যে জানিয়ে দেওয়া হবে এবং ৩-৪ ঘন্টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রতিটি সুরক্ষা কর্ণারে প্রতিদিন প্রায় ১৫০টি করে নমুনা পরীক্ষা সম্ভব হবে। 
 
ডিএনসিসির অধীনে পরিচালিত যে ৯টি হাটে এই সেবা প্রদান করা হচ্ছে। সেগুলো হচ্ছে: বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ই ব্লকে সেকশন-৩–এর খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, উত্তরখান মৈনারটেক শহীদ নগর হাউজিং (আবাসিক) প্রকল্পের খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) অস্থায়ী পশুর হাট; মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়কসংলগ্ন রাজধানী হাউজিং, স্বপ্নধরা হাউজিং-বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৩০০ ফুট সড়কসংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল লিমিটেড-যমুনা হাউজিং কোম্পানি- ব্যক্তিমালিকানাধীন খালি জায়গা এবং মিরপুরের গাবতলীতে স্থাপিত গবাদি পশুর হাট। 

বাংলাদেশে বর্তমানে আরটি-পিসিআর টেস্ট পদ্ধতিতে করোনাভাইরাসের বেশিরভাগ নমুনা পরীক্ষা করা হয়। এতে ফল পেতে অন্তত ২৪ ঘণ্টা কিংবা তার বেশি সময় লাগে। কিন্তু অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষায় সময় লাগবে সর্বোচ্চ ৩০ মিনিট যা সরকারের চলমান করোনাভাইরাস শনাক্তকরণ কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে আশা করছে ব্র্যাক।

সরকারের করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমে সাড়া দিয়ে ২০২০ সালের ১১ই মার্চ থেকে ব্র্যাক বিভিন্ন স্থানে বুথের (কিওস্ক) মাধ্যমে আরটি-পিসিআর টেস্টের জন্য সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে আসছে। বর্তমানে তার ৪১টিতে সেবাদান কার্যক্রম চলছে। এর সঙ্গে চলতি বছরের ২৪শে এপ্রিল থেকে ঢাকায় এবং চট্টগ্রামে সর্বমোট ১৬টি বুথের মাধ্যমে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম যোগ হয়।