অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভোক্তা পর্যায়ে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার   আপডেট: ১২:০১ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার

দেশের সকল এলাকায় ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ৩০ টাকা কেজি দরে আলু বিক্রির নির্দেশ দিয়েছে সরকার। কৃষি বিপণন অধিদপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে- চাষীর কাছ থেকে আলু কেনা, সংরক্ষণ, বাছাই খরচ ও ওয়েট লস হিসাবের পর হিমাগার পর্যায় পর্যন্ত প্রতি কেজি আলু ২৩ টাকা দরে, পাইকারি ২৫ টাকা দরে ও ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ৩০ টাকা দরে বিক্রি করতে হবে।

কৃষি বিপণন অধিদপ্তর এ নির্দেশনা জারি করেছে। নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য নিয়মিত বাজার নিয়ন্ত্রণেরও নির্দেশনা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ ভোক্তা পর্যায়ে আলু ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। দাম নিয়ন্ত্রণে রাখতেই এই নির্দেশনা দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।