অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অস্ত্রসহ গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতার ৭ দিনের রিমান্ড আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার   আপডেট: ০৭:৩৭ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আগামী ১৮ জুলাই  রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আগামী ১৮ জুলাই  রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন

অস্ত্র ও গুলিসহ গ্রেফতার রাজধানীর শেরেবাংলা নগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসফিকুর রহমান ওরফে উজ্জ্বল ও তার সহযোগী হিরণকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) মামলার তদন্ত কর্মকতা মোহাম্মদপুর থানার এসআই মবিন আহমেদ ভূঁইয়া এই দুই আসামিকে আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। একই সঙ্গে তিনি শুনানির দিন পেছানোর আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আগামী ১৮ জুলাই  রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন।

গত সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে শেরে বাংলা নগরের শাপলা হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।