অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অভিনেত্রী আশার মৃত্যু: একমাত্র আসামি শামীমকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার  

আসামি শামীম আহমেদকে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছে পুলিশ

আসামি শামীম আহমেদকে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছে পুলিশ

অভিনেত্রী আয়েশা আক্তার আশার ট্রাকের ধাক্কায় মৃত্যুর মামলায় একমাত্র আসামি শামীম আহমেদকে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছে পুলিশ।

সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার এসআই সোহান আহমেদ।

অব্যাহতির আবেদন বলা হয়, শামীম আহমেদের মোটরসাইকেলের পেছনে বসা আশাকে ধাক্কা দেয়া ট্রাকচালককে খুঁজে পাওয়া যায়নি। আর ঘটনার সঙ্গে শামীম যে জড়িত সেই প্রমাণ পাওয়া যায়নি। তাই তাকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলো।

মামলায় অভিযোগ বলা হয়, ছয়-সাত বছর ধরে আসামি শামীম আহমেদের সঙ্গে আশার পরিচয় ছিল। প্রায়ই শামীম আশাদের বাসায় যাতায়াত করতো। গত ৪ জানুয়ারি রাত ১১টার দিকে বনানী অফিস থেকে বের হওয়ার সময় আশা তার বাবাকে ফোন করে বলেন আমি কিছুক্ষণের মধ্যে বাসায় আসছি।

এরপরে রাত পৌনে দুইটার দিকে শামীম ফোন করে জানান, ‘আশা আর নেই। রাজধানীর টেকনিক্যাল মোড়ে একটি অজ্ঞাত ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে। ঘটনার পরদিন আশার বাবা আবু কালাম বাদী হয়ে মোটরসাইকেলের চালক শামীম আহমেদকে আসামি করে দারুস সালাম থানায় মামলা করেন।