অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজধানীতে ১৭ জুলাই থেকে বসছে পশুর হাট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১২ জুলাই ২০২১ সোমবার  

কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীতে ১৭ জুলাই থেকে বসছে পশুর হাট

কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীতে ১৭ জুলাই থেকে বসছে পশুর হাট

কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীতে ১৭ জুলাই থেকে বসছে পশুর হাট। পশু কেনাবেচা চলবে ঈদের দিন অর্থাৎ ২১ জুলাই পর্যন্ত।

পশুর হাটগুলোতে সাধারণত ঈদের দিনসহ মোট পাঁচ দিন পশু কেনাবেচা হয়ে থাকে। করোনা মহামারি সত্ত্বেও এতে কোনো পরিবর্তন আনা হয়নি।

এবার রাজধানী ঢাকায় ১৯টি অস্থায়ী পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯টি হাট বসবে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এর দক্ষিণ সিটি করপোরেশন হাটের সংখ্যা তিনটি কমিয়ে এনেছে।

সোমবার ( ১২ জুলাই) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে সরকার সারা দেশে কোরবানির পশু ক্রয়–বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। খামারি ও ক্রেতাসাধারণকে কোরবানির পশু অনলাইনে ক্রয়–বিক্রয়ের অনুরোধ করা হচ্ছে। 

ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে উত্তর সিটি এবারও ডিজিটাল পশুর হাট চালু রেখেছে। নগরীর বিভিন্ন এলাকায় হাট বসানো হলেও অনলাইন হাটকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুই সিটি করপোরেশন।