অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ম্যাজিক মাশরুম: কানাডা প্রবাসীসহ ২ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১০ জুলাই ২০২১ শনিবার  

নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মাদসহ গ্রেপ্তার দুই জনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার (১০ জুলাই) একদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত দেবনাথ।

এসময় আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। 

কারাগারে যাওয়া আসামিরা হলেন, কানাডা প্রবাসী নাগিব হাসান অর্নব এবং তাইফুর রশিদ জাহিন।

গত ৭ জুলাই রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ এই দুইজনকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মাদক ম্যাজিক মাশরুমের ৫টি বার এবং দুই বোতল বিদেশী মদ। পরেরদিন তাদের একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

জানা গেছে, বিদেশ থেকে চকোলেট হিসেবে আসছে ম্যাজিক মাশরুম। তা গোপনে বিক্রি করছে একটি চক্র। পাউডার, ক্যাপসুল হিসেবেও পাওয়া যায় এ মাদক। এটি ব্যবহারের পর সেবনকারীর নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না।