অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জুহুতে সমাহিত হবেন দিলীপ কুমার

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০১:২০ পিএম, ৭ জুলাই ২০২১ বুধবার  

দিলীপ কুমার

দিলীপ কুমার

প্রয়াত ভারতীয় কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের শেষকৃত্য বুধবার বিকেলে অনুষ্ঠিত হবে। দিলীপ কুমারের পরিবারের পাক্ষ থেকে জানানো হয়, বুধবার বিকেল পাঁচটায় প্রবীণ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। মুম্বাইয়ের জুহুতে সমাধিস্থ করা হবে তাঁকে। তার আগে শেষ বারের মতো তাঁর দেহ আনা হবে অভিনেতার পালি হিলের বাড়িতে।

৯৮ বছরের এই কিংবদন্তী অভিনেতা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। গত মাসের গোড়াতেও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন তিনি। সেই সময় তাঁর শারীরিক উন্নতির খবর নিয়মিত টুইট করতেন অভিনেতার স্ত্রী সায়রা বানু। 

আরও পড়ুন: ৯৮ এ চলে গেলেন দিলীপ কুমার

বলিউডের 'ট্র্যাজেডি কিং' হিসাবে খ্যাত এই প্রবীণ অভিনেতা ছয় দশকেরও বেশি সময় ধরে একছত্র আধিপত্য চালিয়েছেন অভিনয় দুনিয়ায়। তালিকায় রয়েছে 'দেবদাস' (১৯৫৫), 'নয়া দৌড়' (১৯৫৭), 'মুঘল-এ-আজম' (১৯৬০), 'গঙ্গা যমুনা' (১৯৬১), 'ক্রান্তি' (১৯৮১), এবং 'কর্মা' (১৯৮৬)। তাঁর সর্বশেষ ছবি 'কিলা' (১৯৯৮)। 

বুধবার (৭ জুলাই) সকালে ভারতের হিন্দুজা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রূপালী পর্দার এই নায়কের মূল নাম ছিলো ইউসুফ খান।