অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভিডিও ফাঁসের পর স্কুলছাত্রীর আত্মহত্যা: একজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:২৬ পিএম, ৬ জুলাই ২০২১ মঙ্গলবার  

প্রেমের ফাঁদে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ভিডিও ফাঁস করায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী উর্মি আক্তারের আত্মহত্যার অভিযোগের মামলায় শামীম নামের এক তরুণকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অপর আসামি ফরহাদ হোসেন ফাহিমকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার এসআই লিটন মিয়া দুই আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

এসময় শামীমের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আর ফাহিমকে (১৭) শিশু উল্লেখ করে তার জন্ম পরিচয় পত্র আদালতে দাখিল করেন তার আইনজীবী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ঊর্মি উত্তর বাসাবোতে তার মামার বাসায় থেকে পড়াশোনা করতো। একই এলাকার ফাহিম নামে একটি ছেলে তাকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল চিত্র ধারণ করে। ফাহিম ও শামীম ওই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে আসছিলো। বেশ কয়েকবার তার কাছ থেকে টাকাও নিয়েছে। এরপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছেড়ে দেয় তারা। এ ঘটনায় উর্মির মা তাকে বকাবকি করে। পরে রোববার রাতে উর্মি গলায় ফাঁস দিয়ে আত্মহত্য করে।

ওই ঘটনায় সকালে সবুজবাগ থাকায় আত্মহত্যার প্ররোচনা ও ডিজিটাল আইনের মামলায় শামীম ও ফাহিম নামে দুই যুবককে আসামি করা হয়।