অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বের সবচেয়ে ছোট গরু আশুলিয়ায়

শরীফুজ্জামান ফাহিম, সাভার

প্রকাশিত: ১০:১২ এএম, ৬ জুলাই ২০২১ মঙ্গলবার   আপডেট: ১০:১৪ এএম, ৬ জুলাই ২০২১ মঙ্গলবার

বিশ্বের সবচেয়ে খর্বাকার গরুর খোঁজ মিলেছে সাভারের একটি গ্রামে। বক্সার জাতের এই গরুর উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন মাত্র ২৬ কেজি। গরুটির নাম রাখা হয়েছে রানী।

সাভার আশুলিয়ার চারিগ্রামের শিকড় এগ্রো লিমিটেড নামের একটি খামারে এই জাতের গরু সন্ধান পাওয়া যায়। সাদা রঙের গরুটি দুই বছর আগে এই খামারে আনা হয়েছে। এতো মধ্যে খামার কর্তৃপক্ষ বিশ্বের সবচেয়ে ছোট গরুর সনদ পেতে আবেদন সম্পন্ন করেছেন।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, বছর দুয়েক আগে নওগাঁর একটি খামার থেকে গরুটি ক্রয় করার পর এখানে আনা হয়েছে। তারা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের নিকট আবেদনর পর প্রাথমিক ভাবে পর্যবেক্ষন করছেন বলে ফিডব্যাক জানিয়েছেন। পর্যবেক্ষন শেষে সব কিছু ঠিক থাকলে আগামী ৯০ দিনের মধ্যে এই গরু বিশ্বের সবচেয়ে ছোট গরুর অফিসিয়াল স্বীকৃতি পাওয়া যাবে। 

স্থানীয় এক পশু চিকিৎসক জানিয়েছেন, গরুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। এর ওজনও সম্ভাবনা নেই বলা চলে।

এর আগে গিনেস বুক অনুযায়ী বিশ্বের সবচেয়ে ছোট গরু ছিল ভারতের কেরালা রাজ্যে। উচ্চতা মাত্র ২৪.১ ইঞ্চি ও ওজন ছিল প্রায় ৪৪কেজি। গরুর নাম মানিকেয়াম। ২০১৫ সালেরে আবেদনের প্রেক্ষিতে ২০১৬ সালে  গিনেস বুক সনদ প্রদান করে।