অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভাল কাজ করে আয়ু বৃদ্ধির দাবি সবচেয়ে বয়স্ক ব্যক্তির   

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার  

ভাল কাজ করলে আয়ু বৃদ্ধি হয়, এমন ঘটনা শুনেছেন কখনও? গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বয়স্কের তালিকায় যার নাম উঠল তিনি কিন্তু এটাকেই কারণ হিসেবে বলছেন। 

বর্তমানে ১১২ বছর ৩২৬ দিন বয়স পুয়ের্তো রিকোর এমিলিও ফ্লোরেস মারকুয়েজের। বিশ্বের প্রবীণতম মানুষের রেকর্ড গড়ে নাম লেখান গিনেস বুক।

যুক্তরাষ্ট্রের স্যান জুয়ানের পূর্বাঞ্চলের ক্যারোলিনায় ১৯০৮ সালে জন্মগ্রহণ করেন এমিলিও ফ্লোরেস। তার ভাইবোনেদের মধ্যে তিনিই সবচেয়ে বড়ো। ২০১০ সালে এমিলিও বিপত্নীক হন। ৭৫ বছরের বিবাহিত জীবনে এই বিচ্ছেদে কিছুটা ভেঙে পরেছিলেন তিনি। বর্তমানে সন্তান নাতি নাতনীদের সঙ্গেই থাকেন তিনি।   

যদিও এমিলিওর কথায়, সবসময়ে ভালো কিছু করতে বলতেন তার বাবা। সবাইকে ভালোবাসতে শিখিয়েছেন। ভাল কাজ করেছেন বলেই সুস্থ শরীরে এত বছর থাকতে পেরেছেন এমনটাই মত বিশ্বের প্রবীণতম ব্যক্তির।