অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মগবাজার বিস্ফোরণে মৃত বেড়ে ১১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার  

রাসেলকে নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে

রাসেলকে নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মো. রাসেল (২১) নামে বেঙ্গল মিটের আরেক কর্মীর মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরের দিকে তার মৃত্যু হয়।

রাসেলকে নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। তার মৃত্যুর বিষয়টি জানিয়ে ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, রাসেল বেঙ্গল মিটে চাকরি করতেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাসেলের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়। দুই ভাই, এক বোনের মধ্যে তিনি বড়। ময়নাতদন্তের জন্য তার মরদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে।

রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার ঠিক পরপর রাজধানীর মগবাজার ওয়ারলেসে ভয়াবহ বিস্ফোরণের ঘটে। বিকট শব্দের বিস্ফোরণের শক্তি এত বেশি ছিল যে আগুনের ঝলকানিও দেখা যায়। পুলিশ বলছে, সব মিলিয়ে ৭টি ভবনের ক্ষতি হয়েছে। ভবনের সামনে যানজটে দাঁড়িয়ে থাকা ও সামনের ফ্লাইওভারের ওপরে চলন্ত বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ ঘটনায় আহত ও দগ্ধ হন অর্ধশতাধিক মানুষ। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।