অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাইবার নিরাপত্তায় ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ 

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ৩০ জুন ২০২১ বুধবার  

সাইবার নিরাপত্তা সূচকে আগের বছরের তুলনায় ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন থেকে সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে এই তথ্য উঠে আসে। 

দেশের আইনি কাঠামো, প্রযুক্তিবিদ্যা, সাংগঠিন প্রক্রিয়া এবং সক্ষমতার উপর ভিত্তি করে এই এটি নির্ধারণ করা হয়। ২০২০ সালে ৮১.২৭ স্কোর করে ১৯৪ দেশের মধ্যে ৫৩তম স্থানে আছে বাংলাদেশ। এর আগে ছিল ৭৮তম স্থানে।

সূচকে ১০০ স্কোর নিয়ে সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গতবছর বেশ কয়েকবার হ্যাকিংয়ের ঘটনা ঘটে। তারপরও শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ৯৯.৬৪ স্কোর করে দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য ও সৌদি আরব। আর ৯৯.৪৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে এস্তোনিয়া।

এশিয়া মহাদেশে ১১তম স্থানে আছে বাংলাদেশ। যেখানে ৯৭.৫২ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ কোরিয়া। সূচকে ভারতের অবস্থান চতুর্থ। চীনের অবস্থান সপ্তম ও পাকিস্তান আছে ১৪ নম্বরে।