অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অকারণে বের হলেই গ্রেফতার করবে ডিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ৩০ জুন ২০২১ বুধবার   আপডেট: ০২:৫২ পিএম, ৩০ জুন ২০২১ বুধবার

এই ধারায় সর্বোচ্চ ৬ মাসের জেল, অর্থদণ্ড ও উভয় দণ্ড হতে পারে বলে জানান ডিএমপি কমিশনার

এই ধারায় সর্বোচ্চ ৬ মাসের জেল, অর্থদণ্ড ও উভয় দণ্ড হতে পারে বলে জানান ডিএমপি কমিশনার

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনে অত্যন্ত জরুরি কাজ বা অনুমোদিত কারণ ছাড়া কেউ রাস্তায় বের হলে তাকে গ্রেফতার করা হবে। দণ্ডবিধির ২৬৯ ধারায় এই শাস্তি কার্যকর করা হবে।

বুধবার (৩০ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কমিশনার শফিকুল ইসলাম।

**৭ দিনের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন, যা যা করা যাবে এবং যাবে না

ডিএমপি কমিশনার বলেন, ‘সঙ্গত কারণ ছাড়া অকারণে কেউ যদি ঘর থেকে বের হন, তবে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে। আবার আদালতে না পাঠিয়ে মোবাইল কোর্ট দিয়েও তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে।’

এই ধারায় সর্বোচ্চ ৬ মাসের জেল, অর্থদণ্ড ও উভয় দণ্ড হতে পারে বলে জানান ডিএমপি কমিশনার।

করোনাভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বুধবার।

শাটডাউন বাস্তবায়নে ডিএমপির ব্যবস্থা

১. ঢাকা মহানগরীর প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে পুলিশি টহল বাড়ানো হবে।

২. ঢাকা মহানগরীর প্রবেশ/বাহিরপথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ব্যবস্থাপনা জোরদার করা হবে।

৩. বিধিনিষেধ অমান্যকারীদের ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

৪. ক্ষেত্রবিশেষে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী গ্রেফতারসহ নিয়মিত মামলা করা হবে।

৫. মহানগরী এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করা হবে।