অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

`সংলাপ মামলা` য় ফের মিঠুনকে তলব

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার  

ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে হাইকোর্টে মামলা উঠছে। সেই মামলায় মিঠুন চক্রবর্তীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। দু’দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে মানিকতলা থানার পুলিশ। সোমবার (২৮ জুন) ফের একবার মহাগুরুকে তলব করা হল।

সোমবার সকালে হাজির থাকতে বলা হয় তাকে। কিন্তু ব্যক্তিগত কাজের জন্য সকালে নয়, বিকেলে ভার্চুয়ালি মুখামুখি হবেন মিঠুন,পুলিশকে জানিয়ছেন তিনি।

গত শুক্রবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ জানতে চান, কী উস্কানিমূলক মন্তব্য করেছেন মিঠুন জবাবে সরকারি আইনজীবী বলেন, উনি প্রকাশ্য সভায় বলেছেন, ‘‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে ’’, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’

সেদিনই এনিয়ে পাল্টা সওয়াল করেন মিঠুনের আইনজীবী মহেশ জেঠমালানি। তিনি বলেন, 'সবকটি মিঠুন অভিনীত সিনেমার ডায়লগ। এবং সেগুলি সেন্সর বোর্ডের পাস করানো সংলাপ। তা প্রকাশ্যে বলা কি অপরাধ!' সরকারি আইনজীবীর অভিযোগ ওইসব মন্তব্যের মাধ্যমে রাজ্যে ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছেন মিঠুন।