অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজ্য বিজেপির গোপন মিটিংয়ে মমতা ব্যানার্জি!

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০১:২৬ পিএম, ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার

চলছিল পশ্চিম বাংলা বিজেপির গোপন ওয়েবিনার। যেখানে পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে ভার্চুয়াল আলোচনায় বসেন রাজ্য বিজেপির নেতারা। সেই ওয়েবিনারের ‘পার্টিসিপেন্টস’ বা ‘সদস্য’ তালিকায় হঠাৎ চোখ পড়তে সবার চক্ষুচড়ক গাছ। কারণ পদ্ম শিবিরের গোপন মিটিংয়ে জ্বলজ্বল করছে ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ এর নাম!

নামটিতে চোখ পড়তেই বন্ধ করে দেয়া হয় ওয়েবিনার। পরে খোঁজ নিয়ে জানা যায় ইনি পশ্চিব বাংলার মুখ্যমন্ত্রী বা তৃণমূল প্রধান নন। বরং তার নামে ভুয়ো আইডি খুলে, কেউ রাজ্য বিজেপির গোপন ওয়েবিনারে ঢুকে পড়ে।

কেবল ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ নয়, ‘জয় বাংলা’ নামে একটি ভুয়ো আইডি-ও ওই ওয়েবিনারের ‘পার্টিসিপ্যান্টস’ বা ‘সদস্য’ তালিকায় দেখা গিয়েছে।

গোটা ঘটনায় বেশ অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব। দলীয় ওয়েবিনারের লিঙ্ক কীভাবে বাইরে এল? উঠছে সেই প্রশ্ন। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ রাজ্য নেতৃত্ব। তবে দলীয় স্তরে শুরু হয়েছে তদন্ত।