অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট পাচ্ছে অলিম্পিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২৭ এএম, ২১ জুন ২০২১ সোমবার   আপডেট: ১১:২৯ এএম, ২১ জুন ২০২১ সোমবার

অলিম্পিক ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হতে যাচ্ছেন নিউজিল্যান্ডের লরেল হুবার্ড। যদিও এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিতর্ক আছে।  

সম্প্রতি অলিম্পিকে যোগ্যতার প্রযোজনীয়তায় সংশোধন করার পর টোকিও অলিম্পিকের জন্য তাকে নারী ভালোত্তলক দলে নির্বাচন করা হয়। হুবার্ড নারীদের ৮৭ কেজি ভারোত্তোলন ক্যাটাগরিতে প্রতিযোগিতা করবেন। 

নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে স্বীকার করার আগে ২০১৩ সাল পর্যন্ত হুবার্ড পুরুষ ভারোত্তোলক হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। 

নারী ভারোত্তোলক হিসেবে অংশ নেয়া হুবার্ড অন্যায় সুবিধা পাবেন বলে অনেক সমালোচকরা বলছেন। তেবে অনেকে আবার এটাকে অলিম্পিকের সৌন্দর্য হিসেবে দেখছেন। 
সোমবার (২১ জুন) নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি প্রকাশিত এক বিবৃতিতে হুবার্ড জানান, নিউজিল্যান্ডের মানুষ আমাকে যেভাবে সমর্থক দিয়েছি আমি সত্যিই কৃতজ্ঞ সবার কাছে।

২০১৩ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তার নিয়ম পরিবর্তন করে, যেখানে বলা হয় টেস্টোস্টেরনের মাত্রা একটি নির্দিষ্ট প্রান্তের নিচে থাকলে ট্রান্সজেন্ডার অ্যাথলেটরা একজন নারী হিসেবে প্রতিযোগিতা করার অনুমতি পাবেন। এই নিয়ম পরিবর্তনের কারণেই ৪৩ বছর বয়সী হুবার্ড নারী হিসেবে অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন।

 টেস্টোস্টেরন হলো হরমোন যা পেশীর ভর বাড়ায়।