অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টাকা চুরির অভিযোগে গ্রেফতার ‘ক্রাইম পেট্রোল’ খ্যাত ২ অভিনেত্রী 

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২০ জুন ২০২১ রোববার   আপডেট: ০৫:৩০ পিএম, ২০ জুন ২০২১ রোববার

মানুষকে বিভিন্ন অপরাধ সম্পর্কে জানাতে এবং তা থেকে বাঁচার উপদেশ দিতে ভারতে প্রচারিত হয় ‘ক্রাইম পেট্রোল’ ও ‘সাবধান ইন্ডিয়ার’ মতো অনুষ্ঠান। এ দুই ক্রাইম শোতে অভিনয় করা দুজন কিনা গ্রেফতার হলেন নিজের অপরাধের দায়ে!

লক্ষাধিক টাকা চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন সুরভি শ্রীবাস্তব ও মহসিনা শেখ। এই দুই অভিনেত্রীকে গ্রেফতার করে মুম্বইয়ের অ্যারে থানার পুলিশ। লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে শ্যুটিং। আর্থিক সঙ্কটের কারণেই এই দুই অভিনেত্রী চুরি করে বসেন বলে জানাচ্ছে পুলিশ। 

জি নিউজের প্রতিবেদনে বলা হয় বেশ কিছুদিন আগে সুরভি শ্রীবাস্তব ও মহসিনা শেখ মুম্বইয়ের অ্যারে কলোনির রয়্যাল পাম এলাকায় একটি অভিজাত আবাসনে পেইং গেস্ট হিসাবে থাকছিলেন। সেই আবাসনেরই আরেক পেইং গেস্টের লকার থেকে ৩ লক্ষ ২৮ হাজার টাকা উধাও হয়ে যায়। 

থানায় টাকা চুরির অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তিনি অভিযোগ দায়েরের সময় সুরভি শ্রীবাস্তব ও মহসিনা শেখের উপর সন্দেহের কথা পুলিশের কাছে জানান। সিসিটিভি ফুটেজে সুরভি ও মহসিনাকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাইরে বের হতে দেখা যায়। 

গ্রেফতার করা হয় অভিযুক্ত দুই অভিনেত্রীকে। জেরায় পুলিশের কাছে তারা অপরাধের কথা স্বীকারও করে নিয়েছে। ইতিমধ্যেই তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সুরভি শ্রীবাস্তব ও মহসিনা শেখকে ২৩ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।