অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আরও ৫৩ হাজার পরিবার পাচ্ছে ঘর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫১ এএম, ২০ জুন ২০২১ রোববার   আপডেট: ০২:৫৮ এএম, ২০ জুন ২০২১ রোববার

বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা এসব ঘর পরিবারগুলোর কাছে তুলে দেবেন সরকারপ্রধান

বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা এসব ঘর পরিবারগুলোর কাছে তুলে দেবেন সরকারপ্রধান

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আরও ৫৩ হাজার ৩৪০টি পরিবার নতুন ঘর পেতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষদের এসব ঘর দেওয়া হচ্ছে। 

রবিবার (২০ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা এসব ঘর পরিবারগুলোর কাছে তুলে দেবেন সরকারপ্রধান। 

মুজিববর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। লক্ষ্যমাত্রার আওতায় প্রথম পর্যায়ে ২৩ জানুয়ারি ৬৯ হাজার ৯০৪টি পরিবারকে বিনা মূল্যে ঘর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

শুধু গৃহহীন, ভূমিহীন, ছিন্নমূল পরিবারকে শুধু সেমিপাকা ঘরই দেয়া হচ্ছে না। সাথে সাথে স্বামী-স্ত্রী উভয়ের যৌথ নামে জমির মালিকানাসহ সারা জীবনের জন্য স্থায়ী ঠিকানা দেয়া হচ্ছে। এতে তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন এসেছে। নারীর ক্ষমতায়নও হচ্ছে।

আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তারা জানান, প্রতিটি গৃহে দুটি করে বেডরুম, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি বারান্দা থাকছে।

প্রতিটি গৃহ নির্মাণে খরচ হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এ প্রকল্পে খরচ হয়েছে ২ হাজার ২৩৬ কোটি ৩৭ লাখ টাকা।