অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভরিতে সোনার দাম কমলো দেড় হাজার টাকা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৬ এএম, ২০ জুন ২০২১ রোববার   আপডেট: ১২:২৮ এএম, ২০ জুন ২০২১ রোববার

২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭১ হাজার ৯৬৭ টাকা

২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭১ হাজার ৯৬৭ টাকা

টানা দুই দফা দাম বাড়ানোর পর এবার দেশের বাজারে সব ধরনের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে বড় দরপতন হওয়ার পর এবার দেশে ভরিতে সোনার দাম কমানো হলো ১ হাজার ৫১৬ টাকা। এতে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়াচ্ছে ৭১ হাজার ৯৬৭ টাকা ভরি। নতুন দর রবিবার (২০ জুন) থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। শনিবার পর্যন্ত ২২ ক্যারেট সোনা ৭৩ হাজার ৪৮৩ টাকায় বিক্রি হয়েছে।

           নতুন দর অনুযায়ী-

  • ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭১ হাজার ৯৬৭ টাকা।
  • ২১ ক্যারেট ৬৮ হাজার ৮১৮ টাকা
  • ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা এবং 
  • সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৪৯ হাজার ৭৪৭ টাকায়।

তবে বাজারে রুপার দাম অপরিবর্তিত থাকবে। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে।

সোনার দাম কমানোর ফলে দেশের বাজারে জুয়েলারি ব্যবসার অচলাবস্থা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন বাজুস-সংশ্লিষ্টরা। এর আগে সর্বশেষ গত ২৩ মে থেকে সোনার নতুন দাম কার্যকর হয়, যা শনিবার পর্যন্ত বহাল ছিল।

এর আগে গত এপ্রিল ও মে মাসজুড়ে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। এতে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে যাওয়ায় মে মাসে দেশের বাজারে দুই দফায় ভরিতে সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাজুস।