অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অবশেষে হাসপাতাল ছাড়ছেন খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার  

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার (১৯ জুন) সন্ধ্যায় তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। সন্ধ্যা সাড়ে সাত নাগাদ খালেদা জিয়া ফিরবেন বলে জানা গেছে। 

গত ১৪ এপ্রিল গুলশানের বাসভবনে করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তিনি করোনা থেকে সেরে ওঠেন ৯ মে। ৩ জুন চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে থেকে কেবিন ফিরিয়ে আনা হয়। তবে কেবিনে থাকা অবস্থাতেই দুদফা জ্বরে আক্রান্ত হন খালেদা জিয়া। 

৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। দণ্ড নিয়ে তিন বছর আগে তাকে কারাগারে যেতে হয়। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়।
তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তার সঙ্গে বাইরের যোগাযোগ সীমিত।