অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় মৃত্যু একলাফে বেড়ে ৬৭, দেড় মাসে সর্বোচ্চ

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার  

শনাক্তের হার ১৮ দশমিক ২ শতাংশ

শনাক্তের হার ১৮ দশমিক ২ শতাংশ

দেশে করোনাক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা একলাফে বেড়েছে অনেকট। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। একদিনে শনাক্তের সংখ্যা ও শনাক্তের হারও খুব একটা কমেনি। তবে পরীক্ষার সংখ্যা কমেছে প্রায় চার হাজার।

শনিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতের হিসেবে ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন। যা গত দেড় মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২ মে এর চেয়ে বেশি মৃত্যু হয়েছিল, ৬৯ জন। এছাড়া গতকাল শুক্রবার এই সংখ্যা ছিল ৫৪। 

আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬,৯৬৪ হাজার পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩,০৫৭ জন। 

শনাক্তের হার ১৮ দশমিক ২ শতাংশ। গতকাল শুক্রবার এই হার ছিল গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ ১৮.৫৯।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ১৩ হাজার ৪৬৬ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন।

২৪ ঘণ্টায় মৃত্যু : ৬৭
মোট মৃত্যু: ১৩ হাজার ৪৬৬
শনাক্ত : ৩,০৫৭
মোট শনাক্ত: ৮ লাখ ৪৮ হাজার ২৭
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৬ হাজার ৯৬৪
শনাক্তের হার: ১৮.০২ শতাংশ

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ৫৭ জন এবং ৭ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ৩ জনের মৃত্যু হয়েছে বাসায়।

মৃতদের মধ্যে ১৪ জন ঢাকার, ১১ জন চট্টগ্রামের, ৮ জন রাজশাহীর, ২৪ জন খুলনায়, রংপুরে ৮ এছাড়া সিলেটের এবং ময়মনসিংহে ১ জন করে।

ঢাকা: ১৪
চট্টগ্রাম: ১১
রাজশাহী: ৮
খুলনা: ২৪
রংপুর: ৮
সিলেট: ১ 
ময়মনসিংহ: ১

গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যু নারীর তুলনায় সামান্য বেশি।
পুরুষ: ৩৪
নারী:  ৩৩

বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ২৭ জন ষাটোর্ধ্ব, ২২ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ১২ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে, ৩ জনের বয়স ৩১-৪০ এবং ২১-৩০ এর মধ্যে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ৭ লাখ ৮০ হাজার ১৪৬।