অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী রাইসি

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার   আপডেট: ০৪:৩৪ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভোটের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন কট্টরপন্থি নেতা ইব্রাহিম রাইসি।

শুক্রকার (১৮ ‍জুন) অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়েছেন ২ কোটি ৮৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে ৬২ শতাংশ ভোট পেয়েছেন রাইসি। তাকে ভোট দিয়েছেন ১ কোটি ৭৮ লাখ মানুষ।

৩৩ লাখ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন রক্ষণশীল প্রার্থী মোহসেন রেজায়ি। আর সংস্কারপন্থী জোটের প্রার্থী নাসের হেম্মাতি পেয়েছেন ২৪ লাখ ভোট। নির্বাচনের অপর প্রার্থী আমির হোসেন কাজিজাদে হাশেমি পেয়েছেন প্রায় ১০ লাখ ভোট।

নির্বাচনে রাইসি জিতবেন এমনটা ভোটগণনা শুরুর পরই ধারণা করা হচ্ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফলাফল ঘোষণার আগেই তাকে অভিনন্দন জানাতে থাকেন।

আব্দুল নাসে হেম্মতি এক চিঠিতে সরাসরি রাইসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আশা করি সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অধীনে আপনার প্রশাসন ইরানকে গর্বিত করবে, জীবনমানের উন্নতি ঘটাবে এবং জাতির মঙ্গল ও কল্যাণ নিশ্চিত করবে।

বিচারপতি রাইসিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে আগাম অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরাও।

বিজেতার নাম প্রকাশ না করেই বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন,  সরকারিভাবে ঘোষণা হয়নি। তাই আমি আনুষ্ঠানিক অভিনন্দন জানানো পিছিয়ে দিচ্ছি। তবে এটি পরিষ্কার যে ভোটগুলো কে পাচ্ছেন।