অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: টসে জিতে বোলিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার  

প্রথমবারের মাঠে গড়াতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের। অথচ পুরো একদিনই চলে গেলো বৃষ্টিতে। তবে শেষ হয়েছে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার। ফাইনালের টস শেষ হয়েছে এবং বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। 

ফাইনালের দুই দিন আগেই দল ঘোষণা করেছিল ভারত। বৃষ্টি হলেও সেটা ঠিক রেখেছেন বিরাট কোহলি। তবে চমক দেখিয়েছেন কিউই কাপ্তান কেন উইলিয়ামসন। দলে কোন স্পিনারই রাখেননি তিনি। 

ফাইনাল শুরু হতে চলা সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুই টেস্টই হেরেছে ভারত। তাও মঈন আলীর স্পিনে নাকাল হয়ে। তাই ব্ল্যাক ক্যাপসদের সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। স্কোয়াডে থাকা একমাত্র স্পিনার আজাজ প্যাটেলের পরিবর্তে দলে নেয়া হয়েছে কাইল জেমিসনকে। 

ভারত একাদশ:
রোহিত শার্মা, শুভমান গিল, চেতনেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রিশাব পান্ট, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শার্মা, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ। 

নিউজিল্যান্ড একাদশ:
টম লাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্রান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও নিল ওয়েগনার।