অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ট্রাম্প ভাইরাস ছড়াবেন না

পৃথিবীজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৯:০২ এএম, ১১ অক্টোবর ২০২০ রোববার   আপডেট: ০৯:৪৯ এএম, ১১ অক্টোবর ২০২০ রোববার

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কনলে জানিয়েছেন, প্রেসিডেন্টের কাছ থেকে অন্য কারো শরীরে করোনা ভাইরাসটি ছড়িয়ে যাওয়ার আর ঝু্ঁকি নেই। এই সপ্তায় ক্যাম্পেইনে ফিরে যাওয়ার প্রস্তুতি যখন নিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন তার চিকিৎসক এমনটাই জানালেন। একটি ঘোষণায় ডা. শন কনলে বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমতি সাপেক্ষেই এই তথ্য দিচ্ছেন। নিউইয়র্ক টাইমস লিখছে, ডা. শন কনলের তথ্যে ঘাটতি রয়েছে। 

গত ২ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্পের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প এই ভাইরাসের কারণে ঠিক কতটা অসুস্থ হয়েছেন তা স্পষ্ট করে জানা যায়নি। কিন্তু কোভিড-১৯ এ যারা বেশিই আক্রান্ত হয়ে যান, তাদের অন্তত ২০ দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কারণ এই সময়ের মধ্যে যে কোনো পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। সে হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবনতি ঘটতে পারে আগামী কয়েকদিনে। 

অনেকে মনে করছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনই বিপদমুক্ত নন। তার বয়স ৭৪ বছর, এবং শরীরের ওজনও বেশি। যা ঝু্ঁকি বাড়িয়ে দেয়। এমনকি সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট যে স্টেরয়েড গ্রহণ করেছেন, তাতে অন্য সংক্রামক রোগেও তার আক্রান্ত হয়ে যাওয়ার ঝু্ঁকি বেড়েছে। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্পের মতো শারীরিক গঠনের একজনের ব্যাপারে এখনো সতর্কই থাকতে হবে, বলেন বিশেষজ্ঞরা। 

ঠিক কবে থেকে প্রেসিডেন্ট ট্রাম্প অসুস্থ হয়ে পড়েন, তা অস্পষ্টই রয়ে গেছে। ডা. কনলে অনুমান করে বলছেন, ৩০ সেপ্টেম্বর থেকে প্রেসিডেন্টের শরীরে ভাইরাসটি সংক্রমণের লক্ষণ দেখা যায়। সে হিসেবে শনিবার পর্যন্ত ১০ দিন পার হয়েছে।  

এদিকে, যে কোনো আক্রান্ত ব্যক্তি ১০ দিনের পর নিজে আর অন্যের সংক্রমণের কারণ হন না, সে ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-সিডিসি। আর সিডিসি-কে উদ্ধৃত করেই ডা. শন কোনলে বলে দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখন আর ভাইরাসটি ছড়াবেন না। তিনি আর অন্যের জন্য ঝুঁকির নন।