অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৬০.৮৬ শতাংশ

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার  

২৪ ঘণ্টার তুলনায় শনাক্তের হার বেড়েছে ১৫ দশমিক ১৫ শতাংশ

২৪ ঘণ্টার তুলনায় শনাক্তের হার বেড়েছে ১৫ দশমিক ১৫ শতাংশ

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৮৬ শতাংশে। এর আগের ২৪ ঘণ্টায় যা ছিল ৪৫ দশমিক ২১ শতাংশ। শনিবার (১৯ জুন) সকালে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. হুসইান সাফায়াত এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত করোনায় একজন এবং করোনা উপসর্গ নিয়ে আট জন মারা গেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগের ২৪ ঘণ্টার তুলনায় শনাক্তের হার বেড়েছে ১৫ দশমিক ১৫ শতাংশ। ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬০ দশমিক ৮৬ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয় এবং শনাক্তের হার ছিল ৪৫ দশমিক ২১ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন আরও জানান, সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত ১১ হাজার ৫০৭ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৪০ জন। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ২৫ জন করোনা রোগী চিকিৎসাধীন। এছাড়া, ৮৭৮ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।