অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইরানের প্রেসিডেন্ট হওয়ার পথে ইব্রাহিম রাইসি

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার  

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগণনা এখনো শেষ না হলেও ইতোমধ্যে সম্ভাব্য বিজেতা হিসেবে ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ইরানি সংবাদমাধ্যমের বরাতে শনিবার (১৯ জুন) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (১৮ জুন) ইরানের নতুন প্রেসিডেন্ট নির্ধারণে ভোট দিয়েছে দেশটির জনগণ। এতে কট্টরপন্থী নেতা ইব্রাহিম রাইসির জয় অনেকটাই সুনিশ্চিত বলে শুরু থেকে ধারণা করা হচ্ছে।

নির্বাচনে রাইসির অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান আব্দুল নাসে হেম্মতি। এক চিঠিতে তিনি সরাসরি রাইসিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আশা করি সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অধীনে আপনার প্রশাসন ইরানকে গর্বিত করবে, জীবনমানের উন্নতি ঘটাবে এবং জাতির মঙ্গল ও কল্যাণ নিশ্চিত করবে।

বিচারপতি রাইসিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে আগাম অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরাও।

বিজেতার নাম প্রকাশ না করেই বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন,  সরকারিভাবে ঘোষণা হয়নি। তাই আমি আনুষ্ঠানিক অভিনন্দন জানানো পিছিয়ে দিচ্ছি। তবে এটি পরিষ্কার যে ভোটগুলো কে পাচ্ছেন।