অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গণটিকার দ্বিতীয় ধাপ

সিনোফার্মের টিকা দেওয়া শুরু

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৯ জুন ২০২১ শনিবার   আপডেট: ১১:৫১ এএম, ১৯ জুন ২০২১ শনিবার

পহার হিসেবে চীন থেকে আসা সিনোফার্মের টিকা দিয়েই আবার টিকা কার্যক্রম শুরু হলো

পহার হিসেবে চীন থেকে আসা সিনোফার্মের টিকা দিয়েই আবার টিকা কার্যক্রম শুরু হলো

দেশে দ্বিতীয় পর্যায়ে গণটিকাদান শুরু হয়েছে। শনিবার (১৯ জুন) উপহার হিসেবে চীন থেকে আসা সিনোফার্মের টিকা দিয়েই আবার টিকা কার্যক্রম শুরু হলো। ঢাকার চারটি কেন্দ্রসহ দেশের প্রতিটি জেলায় একটি কেন্দ্রে চীনের টিকা দেওয়ার মধ্য দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এ কর্মসূচি শুরু করেছে।

**সিনোফার্মের টিকার প্রয়োগ আজ থেকে, যারা পাবেন এবং পাবেন না

বড় পরিসরে এই কার্যক্রম শুরু হলেও সরকারের প্রত্যাশা, আগামী জুলাইয়ের মধ্যে টিকার জোগান নিশ্চিত হলে বড় পরিসরে গণটিকা কার্যক্রম শুরু করা হবে। 

ঢাকার মধ্যে সরকারি চারটি হাসপাতাল হচ্ছে—
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালস্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। 

গত ১৩ জুন সন্ধ্যায় উপহার হিসেবে চীন থেকে সিনোফার্মের আরও ৬ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এর আগে প্রথম দফায় ১২মে দেশে ৫ লাখ ডোজ টিকা পাঠায় চীন। আর ৩১ মে কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের টিকার ১ লাখ ৬২০ ডোজ টিকা পায় বাংলাদেশ। এসব দিয়েই শুরু হচ্ছে টিকা কার্যক্রম।

সিনোফার্মের টিকার ৩০ হাজার ডোজ এ দেশে কর্মরত নিজেদের কর্মীদের জন্য নেয় চীন। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে দেওয়া যাবে।