অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৩৮ লাখ, শনাক্ত প্রায় ১৮ কোটি

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৯ জুন ২০২১ শনিবার   আপডেট: ১১:২১ এএম, ১৯ জুন ২০২১ শনিবার

বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপ আবারও বাড়ছে। ভারত দুই মাসের ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠলেও ভারতের ভ্যারিয়েন্ট ডেল্টা ছড়িয়ে পড়ায় আবারও মৃত্যপুরী হয়ে উঠেছে পৃথিবী। করোনায় মোট মৃত্যু ছাড়িয়ে গেছে সাড়ে ৩৮ লাখ, শনাক্ত হয়েছে প্রায় ১৮ কোটি মানুষ। 

শনিবার (১৯ জুন) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এর তথ্যমতে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট ১৭ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৬৬ হাজার ৮৬২ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩১ লাখ ১৩ হাজার ২৫৮ জন।

তবে শুক্রবার (১৮ জুন) রয়টার্স জানিয়েছে, মৃত্যুর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। যার অর্ধেকই যুক্তরাজ্য, ব্রাজিল, ভারত, রাশিয়া ও মেক্সিকো। 

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৫২৩ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮৯৭ জন।

যুক্তরাষ্ট্র

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখনও সবার ওপরে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ২৬৯ জনের। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৬ হাজার ৯২০ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার ৯২৯ জন।

ভারত

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ১৬৭ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৮৭৯ জন।

ব্রাজিল

তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ ২ হাজার ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৬২১ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৬১ লাখ ৩৬ হাজার ৯৬৮ জন।