অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বৃষ্টি থাকবে আরও দুদিন, এরপর আবার ভ্যাপসা গরম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৮ জুন ২০২১ শুক্রবার  

বৃষ্টি শেষে ফের শুরু হবে ভ্যাপসা গরম

বৃষ্টি শেষে ফের শুরু হবে ভ্যাপসা গরম

আষাঢ় মাসের আজ চতুর্থ দিন। গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ জুন) ভোর বেলা বর্ষণের দাপট ছিল বেশ। তবে সকাল ৭টার মধ্যেই বিরাম আসে তাতে।

এদিকে, বৃষ্টিতে বিরাম থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকছে সবসময়েই। যে কোনো সময় আবার বর্ষা নামতে পারে এ ঋতুর নিজস্ব বৈশিষ্ট্যই এটি।

আবহাওয়া অফিস বলছে, শুক্রবার এবং আগামীকাল শনিবার এই মেঘ-বৃষ্টি-রোদের খেলা অব্যাহত থাকবে। কিছুদিন আগে সাগরে সৃষ্ট লঘুচাপটি এখন ভারতের বিহার এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে। 

এই লঘুচাপটি এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোয় অব্যাহত বৃষ্টি হচ্ছে। তবে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের অনুপাত কিছুটা কম।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত আর বাড়ার সম্ভাবনা নেই। তবে আরো দুই দিন বৃষ্টিপাত হবে। বৃষ্টি শেষে ফের শুরু হবে ভ্যাপসা গরম।