অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে টিকাদান সম্পন্ন ২৭ কোটি ডোজ, কমছে মৃত্যু-শনাক্ত

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৮ জুন ২০২১ শুক্রবার  

এখন পর্যন্ত প্রায় ২৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে

এখন পর্যন্ত প্রায় ২৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে

করোনা মহামারীর (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে সংক্রমণের লাগাম টেনে ধরতে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন ১ হাজার ৫৮৭ জন। শুক্রবার (১৮ জুন) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সবশেষ এ তথ্য নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩। মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৪৯০।

২৪ ঘন্টায় মৃত্যু: ১ হাজার ৫৮৭
মোট মৃত্যু: ৩ লাখ ৮৩ হাজার ৪৯০
২৪ ঘন্টায় সংক্রমণ: ৬২ হাজার ৪৮০ 
মোট সংক্রমণ: ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩

ভারতে টানা ১১ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশবিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড ভারতের দখলে। গত ২২ এপ্রিলের আগপর্যন্ত এ রেকর্ড যুক্তরাষ্ট্রের দখলে ছিল। যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে এক দিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটারস শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পর ভারত। ভারতের পর ব্রাজিল। আর মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর রয়েছে ভারত। ভারতে সংক্রমণ ‘বিস্ফোরণের’ জন্য করোনার ভারতীয় ধরনকে (ডেলটা) অনেকাংশে দায়ী করা হয়।