অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজশাহীতে করোনায় আরও ১২ মৃত্যু, শনাক্তের হার ৪৩.৮৭

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ১০:২৯ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার   আপডেট: ১০:৩০ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার

চলতি মাসে গত ১৮ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৮৩ জন

চলতি মাসে গত ১৮ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৮৩ জন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার (১৮ জুন) ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৫৬১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ২২০ জনের। 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ছয়জন করোনা পজেটিভ ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গ নিয়ে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ৮৭ শতাংশ।

মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচ, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের দুই ও নওগাঁর তিনজন।

এ নিয়ে চলতি মাসে গত ১৮ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৩৪৯ জন। আগের দিন ভর্তি ছিলেন ৩৫৮ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে।

এদিকে করোনা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় রাজশাহীর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এক সপ্তাহের লকডাউন শেষ হওয়ার কথা ছিল। তবে বুধবার রাতে জেলা প্রশাসন পরিস্থিতি পর্যালোচনা করে আরও সাত দিন লকডাউন বাড়ানোর ঘোষণা দেয় প্রশাসন।