অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে টানা ১০ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০১:২১ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার  

ভারতে টানা ১০ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে

ভারতে টানা ১০ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় মারা গেছেন ২ হাজার ৩৩০ জন। বৃহস্পতিবার (১৭ জুন) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সবশেষ এ তথ্য নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ৩১৩। মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮১ হাজার ৯০৩।

ভারতে টানা ১০ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৪৮ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) এই হার ছিল ৩ দশমিক ২২ শতাংশ। সোমবার ছিল ৩ দশমিক ৪৫ শতাংশ। রবিবার ৪ দশমিক ৭১ শতাংশ।

বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড ভারতের দখলে। গত ২২ এপ্রিলের আগপর্যন্ত এ রেকর্ড যুক্তরাষ্ট্রের দখলে ছিল। যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে এক দিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

ভারতে সংক্রমণ ‘বিস্ফোরণের’ জন্য করোনার ভারতীয় ধরনকে (ডেলটা) অনেকাংশে দায়ী করা হয়।

করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে প্রায় দুই মাস আগে ভারতের বিভিন্ন রাজ্য বিধিনিষেধ আরোপ করে। এখন সংক্রমণ কমতে থাকায় কোথাও কোথাও সতর্কতার সঙ্গে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। একই সঙ্গে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের ব্যাপারেও রাজ্যগুলো প্রস্তুত হচ্ছে।