অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুক্তি পেয়েছেন বদলি জেল খাটা মিনু 

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৮:১১ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার  

মুক্তি পাওয়ান মিনু। ছবি: সংগৃহিত

মুক্তি পাওয়ান মিনু। ছবি: সংগৃহিত

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তার কুলসুমীর বদলি হয়ে তিন বছরেরও অধিক সময় কারা ভোগকারী মিনুর মুক্তি মিলেছে। বুধবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত পান তিনি।

মিনুর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাম মাওলা মুরাদ জানান, ‘গত ৭ জুন হাইকোর্ট মিনুকে নিম্ন আদালতের সন্তুষ্টি সাপেক্ষে মুক্তি দেয়ার আদেশ দিয়েছিলেন। নির্ধারিত আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে মিনু মুক্ত হয়েছেন। তিনি আরও জানান, যাদের কারণে মিনু তিন বছর বিনা অপরাধে কারাভোগ করেছেন, তাদের শাস্তি এবং মিনুর ক্ষতিপূরণের বিষয়ে উচ্চ আদালতে আবেদন করা হবে।

২০১৮ সালের ১২ জুন থেকে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুম আক্তার কুলসুমীর হয়ে কারাভোগ করেছিলেন মিনু আক্তার। পরে বিষয়টি আদালতের নজরে আনেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম।