অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্যাংক লেনদেনের সময় আরও ৩০ মিনিট বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:১২ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার  

করোনার সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়ানো হলেও ব্যাংকের লেনদেনের সময় আরও ৩০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৬ জুন) বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আসার পরপরই ব্যাংকের লেনদেন বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

অর্থাৎ আগামীকাল থেকে ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এরপর লেনদেন-পরবর্তী কার্যক্রমের জন্য বিকেল পাঁচটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। সাধারন নিয়মে ব্যাংকের লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর সংক্রমণ ঠেকাতে ব্যাংকের লেনদেনের সময় কমিয়ে আনা হয়েছিল। যা ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে।