অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্লে-অফ নয়,  সরাসরি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার  

এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ পর্ব খেলতে হচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে । সরাসরি বাছাইপর্বে খেলতে পারবেন জামাল ভূইয়ারা। সব গ্রুপের পঞ্চম হওয়া দলগুলোর মধ্যে সেরা তিনে থাকায় এ সুযোগে পাচ্ছে বাংলাদেশ। 

মঙ্গলবার (১৫ জুন) এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় পর্ব শেষে পয়েন্টের ভিত্তিতে বাংলাদেশ ৩৯ দলের মধ্যে ৩৫ তম অবস্থানে রয়েছে। 

১ থেকে ১৩ নম্বরে থাকা দলগুলো ২০২৩ এশিয়ান কাপে সরাসরি খেলবে এবং এই দলগুলো ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে পরবর্তী রাউন্ড খেলবে। ১৪ থেকে ৩৫ তম অবস্থানে থাকা ২২ টি দেশ সরাসরি এশিয়ান কাপ বাছাই খেলবে। ৩৫ তম অবস্থানে থাকায় প্লে-অফ খেলতে হবে না বাংলাদেশকে। 

ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চাইনিজ তাইপে ও গুয়াম- এই চারটি দেশ খেলবে প্লে-অফ ম্যাচ। এখান থেকে ২ দল যোগ দেবে বাছাইয়ে। বিজয়ী দুই দলসহ মোট ২৪ দল খেলবে বাছাইপর্ব। ৬ গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অংশ নেবে দলগুলো। সে হিসেবে প্রতিটি দল ৬টি করে ম্যাচ পাবে।