অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এসএসসি`র ফরম পূরণের সময় বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার  

ফরম পূরণের সময় ১৫ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে

ফরম পূরণের সময় ১৫ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবার বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ২৩ জুন পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি বুধবার (১৬ জুন) প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরম পূরণের সময় ১৫ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ ২৪ জুন।

‘২০২১ সালের এসএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের বিজ্ঞপ্তি আর প্রকাশ করা হবে না। ওই সময়ের মধ্যে ফরম পূরণের কাজ শেষ করতে হবে। পরে ফরম পূরণের আর কোনো সুযোগ থাকবে না।’

এতে আরও বলা হয়, এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি-এর অতিরিক্ত ফি আদায়ের কোনো সুযোগ নেই।

অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় বোর্ড থেকে।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে নতুন করে বিধিনিষেধ জারি করে সরকার। এরপর ৫ এপ্রিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা শিক্ষাবোর্ড।

বিধিনিষেধ কিছুটা শিথিল করায় ওই সময় বাদ পড়া শিক্ষার্থীদের সুযোগ দিয়ে গত ২২ থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের সুযোগ দেয়া হয়।

পরে আরেক দফা সময় বাড়ানোর পর তৃতীয় দফায় ২৩ জুন পর্যন্ত সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।