অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে শনাক্তের হার কমছে, ২৪ ঘন্টায় ৩.২২ শতাংশ

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার  

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ

নয় দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে প্রতিবেশী দেশ ভারতে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ। সরকারি হিসাবমতে, ভারতে করোনার প্রকোপ ধীরে ধীরে কমছে। শনাক্তের পাশাপাশি স্বস্তি দিয়ে কমছে মৃত্যুর সংখ্যাও। 

বুধবার (১৬ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৫৪২ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ৭ হাজার ৬২৮।

  • ২৪ ঘন্টায় মৃত্যু: ২ হাজার ৫৪২
  • মোট মৃত্যু: ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩
  • ২৪ ঘন্টায় সংক্রমণ: ৬২ হাজার ২২৪ 
  • মোট সংক্রমণ: ২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১০৫

এ নিয়ে ভারতে মোট শনাক্তের সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১০৫। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ১০০ জন। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩। সক্রিয় কেসের সংখ্যা ৮ লাখ ৬৫ হাজার ৪৩২।

এদিকে, ধীরে ধীরে করোনার  দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। একদিনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৬৮ ও মারা গেছে ৭৫ জন।

করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে প্রায় দুই মাস আগে ভারতের বিভিন্ন রাজ্য বিধিনিষেধ আরোপ করে। এখন সংক্রমণ কমতে থাকায় কোথাও কোথাও সতর্কতার সঙ্গে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। একই সঙ্গে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের ব্যাপারেও রাজ্যগুলো প্রস্তুত হচ্ছে।

দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে বিনা মূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২১ জুন থেকে এ লক্ষ্যে সব রাজ্য সরকারকে বিনা মূল্যে টিকা সরবরাহ করা হবে। এ ছাড়া দেশটিতে মোট টিকা নিয়েছেন ২৬ কোটি ১৯ লাখ ৭২ হাজার ১৪ জন।